কুলাউড়া প্রতাবী হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ৪৬ তম ওরুস ১৮ নভেম্বর শনিবার
সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীর হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ৪৬ তম বার্ষিক ওরুস মাহাফিল ১লা (৩রা) অগ্রহায়ণ ১৪৩০ বাংলা, ১৮ ই নভেম্বর ২০২৩ ইং, (৩রা) জমাঃ আউ:১৪৪৫ হিজরী রোজ শনিবার অনুষ্ঠিত হবে।
পীরে কামিল হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর ইছালে হওয়াব উপলক্ষে বার্ষিক ওরুস ১ লা অগ্রহায়ণ প্রতি বছরেই এই ওরুস মাহফিল অনুষ্ঠিত হয় । ঐতিহ্যবাহী এই ওরুস মাহাফিলে উপজেলার মুসল্লিগন সহ বিভিন্ন ধর্মবর্ন ও পেশার হাজার হাজার মানুষ হবে ও পরের দিন সকালে আখেরি মোনাজাত ও দোয়া শেষে তবরুক বিতরণ করা হবে ।
বার্ষিক উরুসে মাজার পরিচালনা কমিটি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন । কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, মিলাদ, দোয়া মাহফিল ও রাত ১০টার পর ভক্তিমূলক গান অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মাজার পরিচালনা কমিটির সভাপতি বলেন, ইতিমধ্যে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। তিনি সুষ্ঠ ও সুন্দরভাবে হযরত রিফাওত শাহ্ (রহঃ) এর বার্ষিক উরুস সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন। উক্ত ওরুস মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ ছওয়াব হাছিল করুন
১৮ নভেম্বর উরুসে সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে মুরিদান, ভক্ত অনুরাগীরা এসে দলে দলে যোগ দান করবেন । এখানে তাঁরা সারারাত জিগির ও এবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন। উরুস উপলক্ষে সাজানো হয়েছে পুরো মাজার প্রাঙ্গণ,নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিবছরের মত এবারও উরস ঘিরে মাজার প্রাঙ্গনে বসবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কুটির শিল্প,শিশুদের খেলনা ও খাবারের মেলা। মাজার প্রাঙ্গণে ও আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ভিন্ন ভিন্ন কাফেলা নিয়ে বসাবে পীরের ভক্তরা,উরুস মাজার পরিচালনা কমিটি জানিয়েছেন মাজার শরীফে কাফেলা তালিকাভুক্ত করতে হইবে, কাফেলা তালিকাভুক্ত না করলে কোনো অঘটন ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকিবেনা । উরুসকে ঘিরে এখন পুরো এলাকাজুড়ে বিরাজ করেছে উৎসবের আমেজ ।