বারহাট্টায় ইউনিয়ন পর্যায়ের ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় ইউনিয়ন পর্যায়ের” চন্দ্রপুর ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৩” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত( ৩০ জুলাই)রবিবার বিকালে উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর হুজরাবাড়ি খেলার মাঠে দাড়িয়াপুর একাদশ বনাম ভুড়াখালী একাদশের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ভাবে শেষ হলে টাইব্রেকারে দাড়িয়াপুর একাদশ ভুড়াখালী একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন,সিংধা ইউনিয়নের চেয়ারম্যান নাসিম তালুকদার ,
বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন নূর,
মোহনগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান মিলু , বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মজুমদার, সাহতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল, সুনামগঞ্জ জেলার চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর খসরু সহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।