ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় নবাগত ইউএনও’র যোগদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 23, 2023 - 4:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোহাম্মদ গিয়াস উদ্দিন যোগদান করেছেন। বিসিএস এ তিনি ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। পূর্বে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

জানা জায়, মোহাম্মদ গিয়াস উদ্দিন গত ২২ অক্টোবর রবিবার অফিস চলাকালীন সময়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। আজ ২৩ অক্টোবর সোমবার দুপুরে অফিস চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের কাছ থেকে চার্জ গ্রহণের মাধ্যমে প্রথম কার্যদিবস হিসেবে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলা বাসিন্দা।

এই সময় নতুন ইউএনওকে ফুলের তোরা দিয়ে বরণ করেনেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ইউএনও শীতেষ চন্দ্র সরকার পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জামালপুর জেলা প্রশাসকের কার্যলয়ে বদলি হয়ে যান। সেই থেকে ধর্মপাশা উপজেলায় ইউএনও’র পদটি শূন্য ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে এখানে যোগদান করে আপনার কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন ইউএনও হিসেবে যোগাদানের এটাই আমার প্রথম কর্মস্থল এবং আজই প্রথম কার্যদিবস। তবে হে নিঃসন্দেহে আজকের এইদিনটি আমার জন্য খুবই আনন্দের ও ভালোলাগার একটি দিন। বাকি দিন গুলো যেন ভালোভাবে কাটাতে পারি সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।