ফুলবাড়ীতে ৮ ভিক্ষুক পেল গরু,দুস্থ্যরা পেল টাকা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় ভিক্ষা বৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ৮জন ভিক্ষুকের মাঝে গরু এবং প্রবীণ,অক্ষম,দুস্থ্য ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭ জনের মাঝে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে)সকাল ১১টায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে গরু এবং অনুদানের চেক বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওযাসিকুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম বাবু,জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এমদাদুল হক প্রামাণিক প্রমুখ। এছাড়াও সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে প্রবীণ,অক্ষম,দুস্থ্য ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭ জনের মাঝে আর্থিক অনুদানে চেক বিতরণ করা হয়।