ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 13, 2023 - 9:57 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ীতে আদনান শিহাব (২২) নামে এক যুবকের গলায় দড়ি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টায় পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম। আদনান শিহাব পৌর শহরের ৮নং ওয়ার্ডের কাঁটাবাড়ী গ্রামের টেইলার মাষ্টার শাহিনুর আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, পৌর শহরের ৮নং ওয়ার্ডের কাঁটাবাড়ী গ্রামের টেইলার মাষ্টার শহিনুর আলীর বাড়ীতে তার ছেলে আদনান শিহাব শুক্রবার রাত সাড়ে ৮টার সময় তার নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে দড়িতে ঝুলতে দেখে, তার মা লাভলী বেগম।এসময় চিৎকার করলে,স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদনান শিহাব কে মৃত ঘোষোনা করে।

শিহাব এর বাবা শাহিনুর আলী জানায়,ইতিপূর্বে সে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানায়, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রজু করা হয়েছে।