চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠুন
নজরুল ইসলাম, ফেনী: ফেনীতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ২০০০ তম বিশ্ব রেকর্ড অর্জন করায় আদর্শ ফেনী জেলার আয়োজনে জেলা বিসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক বিসিক জনাব হালিম উল্লাহ্ তিনি বলেন আপনারা এগিয়ে আসুন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে একসময় অনেক জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে । চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠুন। উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিকল্প নেই, বিসিক থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে আপনারা উদ্যোক্তা হয়ে উঠুন বিসিক আপনাদের পাশে আছে। যে কোন আপনার আমাকে পাশে পাবেন।
জেলা সমন্বয়ক মোঃ ফোরকান বলেন দরকার আত্মবিশ্বাস, যে আমি পারবো, আমাকে পারতেই হবে। আত্মবিশ্বাস আসে সাহস থেকে। আর সাহস আসে অধ্যবসায় থেকে, লিখা পড়া থেকে, প্রশিক্ষণ থেকে ও দক্ষতা ।
উপজেলা এম্বাসেডর জে এম ফারুক বলেন কিছু একটা করতে চান? সবচেয়ে বেশী দরকার তা হল আত্মবিশ্বাস, যে আমি পারবো। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মানিক,উপজেলা প্রতিনিধি মোতাহের হোসেন, কান্ট্রি এম্বাসেডর কাতার হাবিব মোতাসিম,কান্ট্রি এম্বাসেডর ইন্ডিয়া শেখ ফরিদ
ফুলগাজী এম্বাসেডর নওশিন তারান্নুন ,পশুরাম এম্বাসেডর এমিনা জান্নাত লোপা, সদর এম্বাসেডর নাসিমা ভূঁঞা, উদ্যোক্তা নজরুল ইসলাম সোহাগসহ কমিউনিটি ভলান্টিয়ার ও আজীবন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।