রাঙ্গুনিয়ায় ষাটোর্ধ্ব বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ বসতবাড়ি হতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) উপজেলার পারুয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড কোকানীয়া এলাকায় সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন জানান, ৮নং ওয়ার্ড কোকানীয়া এলাকায় বাসিন্দা মন্টু কান্তি বড়ুয়ার স্ত্রী অঞ্জনা বড়ুয়া (৬০) আত্মহত্যা করেছে এমন খবর আসলে আমি রাঙ্গুনিয়া থানার পুলিশকে খবর দিই। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরো বলেন, অঞ্জনা বড়ুয়ার দুই ছেলে এক মেয়ে রয়েছে। বর্তমানে তাঁর দুই ছেলে ফ্রান্সে থাকেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী মুঠোফোনে বলেন, সন্ধ্যা ৭টার দিকে পারুয়া ইউনিয়নে নিজ বসতঘরে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে নিজের পরনের শাড়ি দিয়ে এক নারী আত্মহত্যা করেছে এমন খবর আসে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশটি স্থানান্তর করা হবে।