তালতলীতে ৪৮ জাতীয় শোক দিবস উদযাপন
মল্লিক জামাল:তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট তালতলী উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী উল কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুল আহসান, যুবলীগের আব্বায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন আহবায়ক মোঃ কামাল মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুন,ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবদিন মিঠু, প্রমুখ।
এছাড়াও তালতলী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা আওয়ামীলীগ লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সরকারি/বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা ৭টি ইউনিয়নে মিলাদ মাহাফিল,দোয়া ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।