ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 88 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কালো ব্যাচ ধারণ ও পতাকা উত্তলন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়ার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্তি পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।