ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান
এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
স্বাগত বক্তব্য রাখেন খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক গোষ্ঠ মহন চৌধুরী,ইউনিয়ন আওয়ামীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন,ইউনিয়ন আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সরকার,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রোস্তম আলী,ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি কৌশিক চৌধুরী প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিত সকলের মাঝে
তবারক বিতরণ করা হয়।