নিয়োগ সহ নানাবিধ দুর্নীতির অভিযোগের পাহাড়ে ডুবে কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ জেলাল আহম্মদ রানা নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃসনামধন্য কলেজ হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের চতুরমুখী অনিয়মের কারণে ক্ষয়ে ক্ষয়ে ক্ষুর্ণ হচ্ছে কলেজটির ভাবমূর্তি। এমনোই অভিযোগ কুড়িগ্রামের কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে। নিয়োগে বানিজ্য, অর্থ আত্মাসাৎ শিক্ষার মান নিন্মগামী সিমাহীন দুর্নীতি, গোপনে অধ্যক্ষ নিয়োগের পায়তারা সহ নানা অনিয়মের প্রতিবাদে পূর্ব দুধকুমার পাড়ের এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।
আজ সকাল ১১ ঘটিকার সময় কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর উপস্থিথিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর, কচাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, কলেজের অভিভাবক সদস্য মাহবুবুর রহমান, আব্দুল শফিক সহ স্থানীয় লোকজন।
এলাকাবাসীর দাবি দ্রুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে অপসারণ করে জেষ্ঠতার ক্রমানুসারে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক।