ধর্মপাশায় বিনামুল্যে ১৪০জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপজেলার সেলবরষ, পাইকুরাটি ও ধর্মপাশা সদর ইউনিয়নের ১৪০জন কৃষকের মধ্যে বিনামুল্যে এক কেজি করে সরিষা বীজ, ১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।
চলতি অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২৩অক্টোবর সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ই্উপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন,সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।