ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযান, বেশি দামে আলু বেচলেই কঠোর ব্যবস্থা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 2, 2023 - 10:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে আলু বাজারে চলছে অস্থির পরিস্থিতি, সিন্ডিকেটের দখলে চলে গেছে আলুর বাজার। ৫০ টাকার নিচে কোনোভাবেই মিলছে না আলু।

আলু কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।
আলুর দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারি নির্দেশ মোতাবেক দিনাজপুরে ফুলবাড়ীতে আলুর দামের লাগাম টানতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

সরকারি নির্দেশ মোতাবেক পাইকাড়ী ২৬-২৭টাকা ও খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকার বেশি আলু বিক্রি করলে কঠোর ব্যবস্থার নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে আলুর বাজারে অভিযান চালিয়েছেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

অভিযানকালে ফুলবাড়ীর খুচরা ও পাইকারি দোকানে গিয়ে সরকারি নির্দেশ মোতাবেক আলু বিক্রি করার নির্দেশ দেন তিনি। এসময় ব্যাবসায়ীদের আলু ক্রয় বিক্রয়ের রশিদের চালান দেওয়া সহ তাদের সর্তক করেন তিনি। যদি কেউ এ আদেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

এ অভিযান পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেছেন ফুলবাড়ীর সাধারণ মানুষ। অভিযানে বিবিজি ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন,শুধু অভিযান পরিচালনা করলে হবে না। ব্যবসায়ীরা যাতে ৩৬ টাকার বেশি আলু বিক্রি করতে না পারে এ জন্য সকলকে সচেতন হতে হবে।৩৬ টাকার বেশি আলু বিক্রি করলে প্রশাসনকে খবর দেওয়ারও কথা বলেন তিনি।