ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তালতলীতে ছাত্রদলের মশাল মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 24, 2023 - 4:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলীতে ছাত্রদলের মশাল মিছিল হয়েছে। আজ রোববার (২৪ ডিসেম্বর ২৩) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ছোট ভাইজোড়া এলাকার জমাদ্দার বাড়ীর সামনে এ মশাল মিছিল হয়। দীর্ঘ সময় ধরে মশাল হাতে নিয়ে মহাসড়কে দাড়িয়ে আজকের অবরোধ সফল হোক সফল হোক, ছাত্রদলের অবরোধ সফল হোক সফল হোক সহ নানা স্লোগান দিয়ে এ মশাল মিছিল দেয়।

জানা গেছে তালতলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ বশির উদ্দিনের নেতৃত্বে এবং কড়ইবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ছাত্রদলের মশাল মিছিল শেষ হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সড়কে পরে থাকা জলন্ত মশা পুলিশ নিভায়।

এবিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এব্যাপারে আমার কোনো বক্তব্য নাই।