ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার উদ্যোগে কম্বল বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 25, 2023 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার উদ্যোগে শীতার্ত গরীব অসহায় দুস্থদের মাঝে প্রায় পাচঁ শতাধিক কম্বল বিতরন করা হয়েছে।

আজ ২৫ ডিস্বেমর সোমবার সকাল ১১ টায় কেরানীগঞ্জের রিভারভিউ আবাসিক এলাকার সি-বøকের সংস্থার নিজস্ব কার্যালয় এ শীতার্ত গরীব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার সভাপতি শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহ সভাপতি সারোয়ার মোহাম্মদ সানি, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম , সাংগঠনিক সম্পাদক লিটন মাতবরসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থা একটি সামাজিক প্রতিষ্ঠান,তারা এ সংস্থার মাধ্যমে নিজেদের ও সাধারন মানুষের জন্য কাজ করবে তাদের  এমন মহতি উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি বলেন আমরা সবাই বাংলাদেশি একে অপরের সুখে দুঃখে এগিয়ে যাব সবাই মিলে সমাজ ও রাষ্ট্রের কল্যানে কাজ করলে আমরা আর পিছিয়ে থাকব না তিনি বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার মত সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের গরীব অসহায় দুস্থ শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন বসুন্ধরা রিভারভিউ সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক শামিমুল আলম।