ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তি প্রেসক্লাবের জরুরী সভা ও বিনোদন আড্ডা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 11, 2024 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:শাহরাস্তি প্রেসক্লাবের জরুরী সভা ও বিনোদন আড্ডা সম্পন্ন হয়েছে। ১০ জানুয়ারী বুধবার সন্ধ্যায় পৌরসভাধীন মেহার কালীবাড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া। মূল প্রবন্ধ উপস্থাপন সার্বিক বিষয়ে উপস্থাপন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ। সভায় দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সৈয়দ

আমরুজ্জামান সবুজ, প্রেসক্লাবের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন শাহরাস্তি প্রেসক্লাবের সন্মানিত সদস্য, লেখক নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হ্নদয়, সাংবাদিক ও ডেইলি স্টার প্রতিনিধি ডা: দুলাল চন্দ্র ঘোষ, প্রবাসী সাংবাদিক ও কাতার প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ পাটোয়ারী লিংকন, দৈনিক জাগ্রত বার্তা প্রকাশক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সাংবাদিক মোঃ ফিরোজ বেপারী,

মনিরুজ্জামান শান্ত, সৈয়দ মোকাদ্দেস হোসেন, মোঃ নুরে আলম,হাসান আহমেদ বাবলু, মো ইউসুফ আলী, মো: ফরিদ পাটোয়ারী, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মোঃ সাখাওয়াত হোসেন হ্নদয়, প্রমুখ। সভায় শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাযক্রম, সাংগঠনিক পরিধি, দেশের চলমান সার্বিক পরিস্থিতি, বিবিধ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভায় প্রেসক্লাবকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।