রাঙ্গুনিয়ায় সড়ক দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার লক্ষীরখীল ও উত্তর ঘাটচেক ৫নং ওয়ার্ড সর্বস্তরের জনসাধারণের ব্যানারে তাদের চলাচলের প্রধান সড়ক ঘেঁষে পাকা দেয়াল দিয়ে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের ইছাখালী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন লক্ষীরখীল সমাজ পরিচালনা কমিটির সভাপতি সাহাবুদ্দিন। বক্তব্য দেন সহ সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মঈন উদ্দিন, আবদূর রশিদ, পুতুল আলী, মো. রাসেল, মো. শুক্কুর, মো. তৌহিদ, মো. বাবুল, মো. আবছার, নাজিম উদ্দীন প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, আপন ক্লাবের পেছন দিয়ে দুই কিলোমিটার দীর্ঘ সড়ক দিয়ে গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম ও লক্ষীরখীল গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু সড়কের প্রবেশমুখেই জনৈক আবদুস সালাম ও মো. ফয়েজ সড়ক ঘেঁষে টিনের বেড়া লাগিয়ে ভেতরে পাকা দেয়াল নির্মাণ করছে। সমাজকমিটির পক্ষ থেকে তাদের বাঁধা দিলেও কাজ থেকে বিরত রাখা যায়নি৷ এমনকি পৌরসভা কার্যালয় ও এসিল্যান্ড বরাবর অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না এই দখল প্রক্রিয়া। এরপ্রতিবাদ করায় এলাকার জনসাধারণ ও সমাজের নেতৃবৃন্দদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাই এই বিক্ষোভ কর্মসূচী করা হচ্ছে বলে জানান তারা।
এই ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মো. ফয়েজ দাবী করেন, সড়কটি তাদের পৈত্রিক জায়গার উপর দিয়ে হয়েছে। এরপরও তাদের ত্রিশ বছর ধরে থাকা টিনের সীমানা বেড়া বরাবর দেয়াল নির্মাণ করছেন। একটি মহল চাঁদা দাবী করে না পেয়ে এই ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এদিকে বিক্ষোভকারীরা মানবন্ধন ও সমাবেশ শেষে পৌরসভা কার্যালয় ও এসিল্যান্ড দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
এসময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন জানান, ঘটনাস্থলে আমি গিয়ে মৌখিকভাবে তাদের কাজ করতে মানা করেছিলাম। এরপরও তারা রাস্তা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে কাজ করলে সড়ক প্রসস্তের সময় তা অবশ্যই ভাঙার মধ্যে পড়বে। বিষয়টি আরও অধিকতর তদারকি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।