ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শাহরাস্তি থানা পুলিশের বিভিন্ন মামলায় ১২ জন আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 11, 2024 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

ইউসুফ পাটোয়ারী লিংকন:১০ ই জানুয়ারী বুধবার শাহরাস্তি মডেল থানার উদ্যেগে ও থানার অফিসার ইনর্চাজ (‘‘প্রেস রিলিজ’’

শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক জিআর পরোয়ানাভুক্ত-০৮ জন, সিআর পরোয়ানাভুক্ত-০২ জন, এবং নিয়মিত মামলার ০২ জন সহ মোট ১২ (বার) জন আসামী গ্রেফতার।

অদ্য ১০/০১/২০২৪ ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন স্যারের দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/মোঃ রোকন উদ্দিন, এসআই/ঈমাম হোসেন, এসআই (নিঃ)/মোঃ নুরুল আনোয়ার, এএসআই (নিঃ)/মোঃ দিদার হোসেন, এএসআই (নিঃ)/আতাউর রহমান, এএসআই (নিঃ)/মোঃ ইব্রাহিম খলিল, এএসআই/মোঃ হেলাল উদ্দিন, এএসআই/মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-২৫০/২২ (শাহরাস্তি) এস/সি-৬১৩/২২, এর সাজা প্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান, পিতা-সফিকুর রহমান, সাং-কাজিরকাপ (কোনার বাড়ী) ওয়ার্ড নং-০৬ এবং ননজিআর-১০/২৩ এর আসামী ১।

লিপি আক্তার (২০), পিতা-দুলাল মিয়া, ২। আম্বিয়া বেগম (৪০), স্বামী-দুলাল মিয়া, ৩। নুর মোহাম্মদ (৬৫), পিতা-মৃত আবুল খায়ের, ৪। দুলাল মিয়া (৫৫), পিতা-মুনছুর আহম্মদ, সর্ব সাং-নরসিংপুর, এবং সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি),এর আসামী রিনা আক্তার, পতি-শাখাওয়াত উল্যা, সাং-বলশিদ (ছৈয়াল বাড়ী) এবং জিআর-৩১২/১৯(শাহরাস্তি), এর আসামী মোঃ সাহাব উদ্দিন, পিতা-মৃত আব্দুল হক, মাতা-মনছুরা বেগম, সাং-দেবকরা (দুলুর বাড়ী) এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী নবির হোসেন, পিতা-নুরুজ্জামান, সাং-দোপল্লা (শেখ বাড়ী).এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী শফিকুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম,

সাং-প্রসন্নপুর (নুরু মাষ্টারের বাড়ী) এবং জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী সুমী, স্বামী-মোঃ স্বপন, সাং-রাড়া (বেপারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং- ০৮/০১/২০২৪ইং, ধারা-15(1) The Special Powers Act, 1974; তৎসহ 323/353/186/427 The Penal Code, 1860 ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৪৪),

পিতা-মৃত শফি উল্লাহ, সাং-শোরসাক এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী মোঃ হেলাল হোসেন (৩২), পিতা-ইব্রাহিম খলিল, মাতা-সুরাইয়া বেগম,সাং-দৈকামতা (পাঁচু জমাদ্দার বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ওসি) মোহাম্মদ

আলমগীর হোসেন এর সার্বিক দিক-নিদের্শনায় এসআই (নিঃ)/মোঃ রোকন উদ্দিন, এসআই/ঈমাম হোসেন, এসআই (নিঃ)/মোঃ নুরুল আনোয়ার, এএসআই (নিঃ)/মোঃ দিদার হোসেন, এএসআই (নিঃ)/আতাউর রহমান, এএসআই (নিঃ)/মোঃ ইব্রাহিম খলিল, এএসআই/মোঃ হেলাল উদ্দিন, এএসআই/মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-২৫০/২২ (শাহরাস্তি) এস/সি-৬১৩/২২, এর সাজা প্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান, পিতা-সফিকুর রহমান, সাং-কাজিরকাপ (কোনার বাড়ী) ওয়ার্ড নং-০৬ এবং

ননজিআর-১০/২৩ এর আসামী ১। লিপি আক্তার (২০), পিতা-দুলাল মিয়া, ২। আম্বিয়া বেগম (৪০), স্বামী-দুলাল মিয়া, ৩। নুর মোহাম্মদ (৬৫), পিতা-মৃত আবুল খায়ের, ৪। দুলাল মিয়া (৫৫), পিতা-মুনছুর আহম্মদ, সর্ব সাং-নরসিংপুর, এবং সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি),এর আসামী রিনা আক্তার, পতি-শাখাওয়াত উল্যা, সাং-বলশিদ (ছৈয়াল বাড়ী) এবং জিআর-৩১২/১৯(শাহরাস্তি), এর আসামী মোঃ সাহাব উদ্দিন, পিতা-মৃত আব্দুল

হক, মাতা-মনছুরা বেগম, সাং-দেবকরা (দুলুর বাড়ী) এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী নবির হোসেন, পিতা-নুরুজ্জামান, সাং-দোপল্লা (শেখ বাড়ী).এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী শফিকুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম, সাং-প্রসন্নপুর (নুরু মাষ্টারের বাড়ী) এবং জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী সুমী, স্বামী-মোঃ স্বপন, সাং-রাড়া (বেপারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং- ০৮/০১/২০২৪ইং, ধারা-15(1) The Special Powers Act, 1974; তৎসহ

323/353/186/427 The Penal Code, 1860 ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৪৪), পিতা-মৃত শফি উল্লাহ, সাং-শোরসাক এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী মোঃ হেলাল হোসেন (৩২), পিতা-ইব্রাহিম খলিল, মাতা-সুরাইয়া বেগম,সাং-দৈকামতা (পাঁচু জমাদ্দার বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ক্যাপশন: শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আটককৃত আসামিরা।