ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৬:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 30, 2024 - 4:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২ দিন ব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে চিরিরবন্দর উপজেলা মিলনায়তনে দুই দিন ব্যাপী (৩০-৩১ জানুয়ারী) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২৪ এর উদ্বোধন করা হয়।

এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসনাত, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী প্রমূখ।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি স্টল বসেছে। উদ্বোধনের পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।