ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৬:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পঞ্চাশোর্ধ বৃদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 30, 2024 - 11:35 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোস্তফা খাতুন (৫০)।

সোমবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গোচরা-হাজীপাড়া সড়কের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা খাতুন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত আহমদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, মোস্তফা খাতুন মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার পথে পোমরা ইউনিয়নের হাজীপাড়ার কাছাকাছি এলে ট্রাকের ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন রাত ৯টার দিকে নামাজের জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ” নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”