ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনীতে জামায়াতের সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 8, 2024 - 4:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

নজরুল ইসলাম,ফেনী প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আনম আবদুর রহিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আবু তাহের ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,শহর জামায়াতের সদ্য কারামুক্ত আমীর মোহাম্মদ ইলিয়াস,ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন,ছাত্র শিবিরের শহর সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

জামায়াতের জেলা আমীর তাঁর বক্তব্যে এবং প্রশ্নোত্তর পর্বে বলেন,জালিম হাসিনা সরকারের অবৈধ শাসনের অবসান হয়েছে।

অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে প্রকৃত স্বাধীনতা।এখন কোন স্বার্থান্বেষী মহল যেন এই অর্জন ব্যর্থ করে দিতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।সরকারি স্থাপনা, সরকারি অফিস আদালতের কোন ক্ষতি যেন কেউ না করতে পারে সেটাও লক্ষ্য রাখতে হবে।তিনি জামায়াত শিবিরের নেতৃবৃন্দ সহ বিএনপির সাথে লিয়াজো করে কিভাবে দিনরাত এলাকার মন্দির, সরকারি অফিস ,দোকানপাট যাতে কেউ কোনভাবে ভাংচুর অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য পালাক্রমে পাহারা দিয়ে যাচ্ছে তা তুলে ধরেন।তিনি সাংবাদিকদেরকেও দেশ গড়ার এই আন্দোলনে যুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এক‌ই দিন বিকেলে জেলা জামায়াত নেতৃবৃন্দ ট্রাংক রোডস্থ কালি বাড়ি মন্দিরে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এই সময় জামায়াতের ফেনী জেলা আমীর একেএম শামছুদ্দিন বলেন, জামায়াতের কেন্দ্রীয় আমীর বলে দিয়েছেন যে এদেশে সংখ্যালঘু বলতে কোন সম্প্রদায় নেই।যারা এদেশে জন্ম নিয়েছেন তারা সবাই এদেশের নাগরিক,তারা সবাই আমাদের ভাই।এখানে বিভাজনের কোন সুযোগ নেই। সকলের সমান অধিকার। তিনি বলেন,আমরা জামায়াত-শিবির, বিএনপি সহ সবাই সারা রাত জেগে প্রতিটি মন্দির পাহারা দিচ্ছি।ফলে ফেনীতে একটি মন্দির‌ও ক্ষতিগ্রস্ত হতে পারেনি।তিনি তাদেরকে অভয় দিয়ে বলেন আমরা সব সময় আপনাদের পাশে আছি।