ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১০:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 19, 2024 - 3:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না জামায়াতের না,দেশটা চৌদ্দ দলের না ,আঠারো কোটি মানুষের । রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে।যারা মানুষকে সম্মান করতে জানেনা তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।

সোমবার (১৯আগস্ট) বিকেলে সখীপুর তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় এসব কথা বলেন ওই দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

তিনি আরও বলেন, আজকে উপজেলা পরিষদ ও পৌর মেয়র বাতিল হইছে।বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা,রাষ্ট্র পিতা।রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না।

১৫ই আগস্ট ধানমন্ডিতে গাড়ি ভাঙ্গা বিষয়ে কাদের সিদ্দিকী আরো বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে কিছু লোক বলে জামায়াত শিবির ভাঙছে কিন্তু তাদেরকে তো আমি চিনি।আমি বলি শয়তান ভাঙছে। যদি আমার আরেকটি গাড়ি ভাংচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোন দুঃখ নেই।

শেখ হাসিনার পোলা জয় বাবা, ভাগিনা তুমি যেগুলা বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়।তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচেনা।তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না। আদব কায়দা শেখো,বড় হও।আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে,জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন,যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মাস্টার,আশিক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী,সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীর সঞ্চালনায় জনসভায় এ সময় অন্যদের মধ্যে ওই কমিটির সদস্য আজাদী রহমান আলিম, সখীপুর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাফিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।