ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৯:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন : দুই ব্যক্তির জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 8, 2024 - 3:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে গতকাল দুপুর ২ টায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিষন্ন করা হয়েছে। এই সময় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ানের নেতৃত্বে কেরানীগঞ্জের কালিগঞ্জ বড় মসজিদ এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হোটেল, ওয়াসিং,ডাইয়িং কারখানাসহ নয়টি প্রতিষ্ঠান অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয় এবং দুই ব্যক্তিকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অপরাধে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কেরানীগঞ্জ ও মতিঝিল তিতাস গ্যাস অফিসের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।