তারাকান্দায় শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন সেনাপ্রধানের
আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের তারাকান্দায় অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ-জামান।
মঙ্গলবার (৭জানুয়ারি) উপজেলার কাকনি ইউনিয়নে শিমুলিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সকল ফরমেশন “ইন এইচ টু সিভিল পাওয়ার” এ মোতায়েন থাকার পাশাপাশি বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেড সংরক্ষিত দল এর কার্যক্রম পরিচালনা করেন সেনা প্রধান।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ-জামান বাৎসরিক যৌথ প্রশিক্ষণ চলাকালীন ৭৭ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেড সংরক্ষিত দল এর কার্যক্রমে
মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিন দেখেন। পাশাপাশি তিনি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর সদর দপ্তর এর মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স,
জেনারেল অফিসার কমান্ডিং ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেডসহ ঘাটাইল অঞ্চলের অন্যান্য সামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৯ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন বলে সেনাবাহিনীর প্রধান আশাবাদ ব্যক্ত করেন।