ধামইরহাটে ৬ শত টাকায় গরুর মাংস বিক্রি উদ্বোধন
মাসুদ সরকার, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকানে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলার সাপ্তাহিক রবিবার হাটে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, “উপজেলা পর্যায়ে প্রান্তিক আয়ের মানুষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে জেলা প্রশাসন, নওগাঁ এর নির্দেশনায় উপজেলা প্রশাসন ধামইরহাট এর উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে ১৫ ডিসেম্বর রবিবার থেকে প্রতি রবিবার হাটের দিনে ধামইরহাট বাজারে ২৫০ গ্রাম ১৫০ টাকা, ৫০০ গ্রাম-৩০০ টাকা এবং ১ কেজি ৬০০ টাকা দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”