ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাউজান গহিরায় চিকিৎসা সেবা প্রদানে লায়ন্স ক্লাব কর্ণফুলী এলিট 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 15, 2024 - 7:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার
চট্টগ্রাম: লায়ন্স ইন্টারন্যাশনালের পাশাপাশি সকল বিত্তবানদের মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে গত ১৪ ডিসেম্বর (শনিবার) রাউজান গহিরা মোবারকখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুক্ষু শিবির, দন্ত, নিউরোলজি,
অর্থোপেটিক, ডায়াবেটিক, ব্লাড গ্রুপিং, মহিলা ও শিশু বিষয়ক শারীরিক সমস্যার চিকিৎসা সেবা এবং ডেঙ্গু, ক্যান্সার ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলছিলেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিনের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, জিএমটি. কো-অর্ডিনেটর লায়ন প্রকৌশলী চন্দন দাশ এমজেএফ। সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ এর পৃষ্ঠপোষকতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ,
ক্লাব আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, লায়ন হাবিবুর রহমান, ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সার্ভিস চেয়ারপারসন লায়ন জেহেদ হোসেন, লায়ন নায়লা হোসাইন খান চৌধুরী, নুরুচ্ছাফা চৌধুরী, অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান, সাইফুদ্দিন খালেদ, শওকত হোসান খান চৌধুরী, রিদোয়ান হোসান খান চৌধুরী, সালাউদ্দিন খান চৌধুরী, আরাফাত খান, সজীব খান, নাহিদ, লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লিও ইকলাস উদ্দীন আকিল প্রমূখ।