ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৭ অপরাহ্ন

মহান বিজয় দিবসে বাসদ’র পুষ্পমাল্য অর্পণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 16, 2024 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

চট্টগ্রাম সংবাদদাতা: দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগর শাখার পক্ষ থেকে মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে আজ সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ, চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য আহমদ জসিম, মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক জুবায়ের বীনা, ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলশী থানার আহ্বায়ক মনির হোসন সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা পাঠাগার বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণকালে নেতৃবৃন্দ বলেন, শোষনহীন সমাজ, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রাম করেছিলো।কিন্তু শাসকগোষ্ঠী গত ৫৩ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিরুদ্ধে দেশ পরিচালনা করেছে।জনগণের মৌলিক অধিকার, জাতীয় সম্পদ এবং ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে দেশে ক্রমাগত ফ্যাসীবাদি শাসনকাঠামো তৈরি করেছে। মাফিয়া ও সিন্ডিকেটের কাছে জিম্মি করে রেখেছে দেশের জনগণকে।

বক্তারা আরো বলেন,জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র জনতা সেই মুক্তিযুদ্ধের আকাঙ্খা তথা বৈষম্যহীন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে শুধু গদির পরিবর্তন নয় চাই নীতিরও পরিবর্তন। বিদ্যমান শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ না হলে এই শাসনতন্ত্রের কেবল চেহারা ও চেয়ারের পরিবর্তন ঘটবে কিন্তু চরিত্রের পরিবর্তন ঘটবে না।

জনগণের মৌলিক সমস্যার সমাধান, সংবিধান নিয়ে বিতর্ক, সংখ্যালঘু জনগনের মধ্যে নিরাপত্তার শংকা,মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে জল ঘোল করে বর্তমান সরকারের ভূমিকা য় জনগণের মধ্যে আশাহত পরিস্থিতি হয়েছে। তাই মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা তথা বৈষম্যহীন, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাম্যের সমাজ নির্মানে জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।