ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তিস্তার পানি সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 25, 2024 - 3:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃতিস্তার পানি সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “উত্তরবঙ্গ ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেশের মোট চাহিদার তুলনায় এখানে ৭০ শতাংশেরও বেশি ফসল উৎপাদিত হয়। তাই কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। তিস্তা নদীর পানির সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের ১২টি জেলার ২২টি উপজেলায় পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রম ও জনগণের দাবিগুলো বুঝতে চাই। বিগত সময়ে উত্তরবঙ্গ উন্নয়নে অবহেলিত ছিল, তাই এর সুষম উন্নয়ন নিশ্চিত করতে আমরা কাজ করছি। তেঁতুলিয়া ও পঞ্চগড়ে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটনের উন্নয়নেও কাজ করবে এই সরকার।”

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নাগরিক সেবা প্রদানকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অবহেলিত এলাকাগুলোতে জেলা ও উপজেলা পরিষদের বরাদ্দ বাড়ানো হয়েছে। পাশাপাশি চলমান প্রকল্পগুলোরও বরাদ্দ বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুর্নীতির মাধ্যমে সমাজের সব স্তরকে গ্রাস করেছে। বর্তমান সরকার সেই দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবো।”

এর আগে তিনি আটোয়ারী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠেও বক্তব্য রাখেন। দুই উপজেলায় চার হাজার শীতার্ত মানুষের হাতে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, বিএনপি নেত্রী রাজিয়া সুলতানা, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা আমির ইকবাল হোসেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

অন্তর্বর্তীকালীন সরকার অবহেলিত উত্তরবঙ্গের কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিস্তার পানির সমস্যার সমাধান এবং সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সরকার জনগণের মতামত অনুযায়ী কাজ করে যাচ্ছে।