ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “আসল বাড়ি কোথায়”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 14, 2021 - 9:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

নাসিম আহমেদ অভ্র

বিশটা বছর আগলি রেখে
মানুষ করলো যারা।
সমাজ একদিন চিনিয়ে দেয়
ওচেনা মানুয ওরা।
যে মেয়েটি মায়ের কাছে করতো কত বায়না
এখন একছুটে তার মায়ের কোলে
ছুটে আসা হয়না।
পেরোতে হয় তাকে আনার অনুমতির দেয়াল
তার আব্দার গুলি কেউ শোনেনি
কেউ রাখেনি খেয়াল।
বাপের বাড়ি থেকে যেদিন
বিদায় দিলো তাকে।
স্বামীর ঘরে এসে ভাবলো
পেলাম বোধহয় নিজের বাড়িটাকে।
কিন্তু এই বাড়িতে এসেও সে
নেইকো স্বাধীনতায়।
কেউ কি তোমরা খুজে দেবে
মেয়েদের আসল বাড়ি কোথায়।