ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১২:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালের কানিহারীর বালিদিয়াকে মডেল ওয়ার্ড বিনির্মানে মেম্বার হতে চান কামাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 2:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 143 বার

আরিফ রববানী,ময়মনসিংহ ঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ১ নং ওয়ার্ড বালিদিয়া এলাকার মেম্বার পদে বিজয়ী হয়ে ওয়ার্ডবাসীর উন্নত সেবা বাস্তবায়ন ও ওয়ার্ডকে মডেল হিসাবে গড়তে চান ইউনিয়নের ওয়ার্ডের ক্লীন ইমেজের সমাজ সেবক কামাল হোসেন ।

সেই লক্ষে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে জানান দিতে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। গরীব বুঝে গরীবের ব্যাথা, তাই মেম্বার পদে কামাল প্রার্থী হওয়ায় সমাজের সর্বস্তরের জনতার পুর্ণ আস্থা ও সমর্থন রয়েছে তার উপর। একজন ভদ্র ও মিষ্ঠবাসী ব্যক্তি হিসাবেও তিনি সকল স্তরের মানুষের কাছে পছন্দের প্রার্থী হিসাবে ওয়ার্ডে ব্যাপক আলোচনার স্থান করে নিয়েছেন। এর আগেও গত ২০১৬ সালের ৪ঠা জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কামাল হোসেন ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনে সাধারণ ভোটারদের রায়ে বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে থাকলেও অবশেষে মাত্র ৯ভোটের ব্যবধানে পরাজিত হয়। তবে কামাল হোসেনের দাবী গত নির্বাচনে তাকে ষড়যন্ত্রমোলক ভাবে পরাজয় দেখানো হয়েছে। এতে হতাশ হয়েছিলেন ভোটাররা। পরে বিজয়ের চ্যালেঞ্জ নিয়ে ঘোষিত ফলাফল স্থগিত ও পুনরায় ভোট গণণার জন্য দাবী জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বরাবরে আবেদন জানালেও গত ৫ বছরে তার দাবী পুরণ হয়নি বলে জানান প্রার্থী কামাল হোসেন।

কামাল বলেন-আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাধারন মানুষ। মানুষের সুখ শান্তি নাগিরক অধিকার আদায়ের জন্যই দেশের জন্য অনেক বীর বাঙ্গালী জাতি শহীদ হয়েছেন,দিয়েছেন তাজা রক্ত,আমি যদি মানষের কল্যাণে একটু শ্রম দিতে পারি এটাই হবে আমার সৌভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো। মুক্তিযুদ্ধের আদর্শের একজন সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাব সারাক্ষণ । ওয়ার্ড কে মাদক,চাঁদাবাজ,সন্তাস, বাল্যবিবাহ,ইভটিজিং মুক্ত করে উন্নত সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে কাজ করে যাবো।

কামাল হোসেন জনবান্ধব সাধারন প্রার্থী হওয়ায় তিনি গণসংযোগে বের হলে বিশাল কর্মী সমর্থকরা তার সমর্থনে গ্রাম-গঞ্জের সাধারন মানুষ ও বিভিন্ন দলীয় নেতা-কর্মীরাও তার গণসংযোগ ও মতবিনিময়ে মিলিত হন।

কামাল হোসেন বলেন-যতদিন বেঁচে থাকবো সাধারন ও গরীব হত-দরিদ্র অসহায় মানুষের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই। সে লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানিহারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের একজন মেম্বার প্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।ওয়ার্ডের জনগণের স্বপ্ন পুরণ করতে আগামী দিনে ওয়ার্ড এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা এলাকাকে দেশের অন্যতম উন্নত গ্রাম মহল্লায় পরিণত করতে ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন প্রার্থী কামাল হোসেন ।

এদিকে গরীব, দুঃখী মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা, নির্লোভ, নিরহংকার, সদাহাস্যজ্জ্বল, বন্ধুবৎসল,ওয়ার্ডের জনগণের সুখে-দুঃখের সাথী তরুণদের আইকন কামাল হোসেনকে আগামী ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে দেখতে চায় ওয়ার্ডের জনগণ এবং তাকেই যোগ্য বলে মনে করছেন ওয়ার্ডবাসী।