ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খেলাফত মজলিস কুয়েতের উদ্যোগে রমজানের ইফতার মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 3, 2023 - 12:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ ১০ রমজান ০১ এপ্রিল কুয়েত সিটির রাজধানী হোটেলে মাওঃ আকরাম হোসেন সাধারণ সম্পাদক ও মাওঃ আহসান উল্লাহ বদর।সহ সাধারণ সম্পাদক এর যৌথ পরিচালনায়। সভাপতি, মাওঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে, শুরুতেই কোরআন পাক থেকে তেলাওয়াত করেন, মাওঃ আহসান উল্লাহ বদর, আলোচনা করেন,

খেলাফত মজলিস কুয়েত এর প্রতিষ্ঠা কালীন সভাপতি ও বর্তমান উপদেষ্টা, মাওঃ মোঃ হাসান বিন আমীর। খেলাফত মজলিস কুয়েত এর সিনিয়র সহ-সভাপতি, হাফেজ ওযায়ের আহমেদ। বায়তুল মাল সম্পাদক, মাওঃ ইসমাইল হোসেন। মাওঃ ইয়াকুব। মোঃ ইসমাইল হোসেন।ইসলামী সংগীত পরিচালনা করেন, সহকারী প্রচার সম্পাদক, হাফেজ শফি উল্লাহ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থা কুয়েত এর উপদেষ্টা ও ওযারাতুল আওকাফ এর খতিব,শায়েখ নূরুল ইসলাম।শায়েখ এমদাদ উল্লাহ বেলালী।

সভাপতি,বাংলাদেশ ইসলামী ঐক্য সংস্থা কুয়েত। উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুয়েত এর সহ সাধারণ সম্পাদক, হাফেজ নূর আহমেদ, মাওঃ মিজানুর রহমান, আর ও উপস্থিত ছিলেন, মুফতি আহমদ উল্লাহ মসরুর। হাফেজ মাওঃ নূরুদ্দীন। মাওঃ আসরাফ আলী।মৌলভী মাকসুদ । সহকারী বায়তুল মাল সম্পাদক, মোঃ ইলিয়াসুর রহমান।প্রচার সম্পাদক, মোঃ হায়দার আলী।ইয়াকত মিয়া, রুবেল আহমেদ, আরাফাত প্রমূখ, দোয়া পরিচালনা করেন, মাওঃ ফজলুল করিম।।