কেরানীগঞ্জে ৩১কেজি গাঁজাসহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার কেরানীগঞ্জে ৩১কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে
রাজ্জিকুল ইসলাম(১৯),সাজেদা বেগম (৫০), মোঃ সাদ্দাম হোসেন (২৫) ও রানী বেগম (৩৪)। র্যাব-১০ মিডিয়াসেল আজ মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন। র্যাব-১০ মিডিয়াসেল সূত্রে আরো জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি অভিযানিকদল সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩১কেজি গাজা সহ ওই ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাজার বর্তমান বাজার মূল্য প্রায় ৯লক্ষ ৩০হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশাপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।