রাঙ্গুনিয়ায় এমপিএলের নমব আসরে চ্যাম্পিয়ন টিম ফাইটার্স
রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলায় মোগলেরহাট প্রিমিয়ার লীগ (এমপিএল) ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি ও রাঙ্গুনিয়া স্পোর্টসের সার্বিক সহযোগিতায় খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট সম্পন্ন হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ফাইনাল খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে টিম ফাইটার্স। তাদের প্রতিপক্ষ ছিল টিম জায়ান্ট। পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমপিএল কমিটির পরিচালক সুলতান মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম। উদ্বোধক ছিলেন গ্রামবাসী কল্যাণ সমিতির সদস্য মুহাম্মদ আলম জীবন। বিশেষ অতিথি ছিলেন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতির সহ সভাপতি মো. রাশেদ তালুকদার, সংবাদকর্মী ইসমাঈল হোসেন প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন- রানার্সআপ ট্রপিসহ বিভিন্ন নৈপুণ্য পারদর্শিতায় খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন অতিথিরা।