ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “কোরবানি”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 22, 2023 - 5:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 265 বার
কোরবানি
✍ রুদ্র অয়ন
মনের মাঝে পশুত্বভাব
মনেই যদি রে রয়,
পশু জবাই দিলেই শুধু
কোরবানিটা কি হয়?
লোক দেখানো পশু জবাই
সেতো মস্ত বড় ভুল,
মাথায় রেখো মনের পশু
কোরবানিটাই মূল।
আল্লাহর নামে কোরবানি
একথা মাথায় রেখে;
বাঁচতে হবে অহংকার-
লোক দেখানো থেকে।
মাংস নিয়ে সেলফি ছবি
বাড়াবাড়ি করা নয়,
অন্তর মনেতে থাকে যেন
আল্লাহর প্রতি ভয়।
যেসব কাজে আল্লাহ খুশি
সে কাজ করতে হবে,
কোনটা আসল কোরবানি
তা বুঝতো যদি সবে!