ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল সড়ক ও জনপদ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 10:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক ও জনপদের উচ্ছেদ অভিযানে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেটসহ অর্ধশত অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পৌর শহরের ঢাকা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক ও জনপদের জায়গার উপর নির্মিত ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের পাকা মার্কেটসহ ঢাকামোড় ও রেলগেটের ছোট-বড় প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের দিনাজপুর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার,সহকারী প্রকৌশলী অনাব সরকার, উপ-সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেদৌসসহ সড়ক ও জনপদের পদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মার্কেট ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টি প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন বলেন, বিদ্যালয়ের মার্কেটটি নির্মানের সময় তৎকালিন প্রতিষ্ঠান প্রধান অপরিকল্পিত ভাবে সড়ক ও জনপদের জায়গায় মার্কেটর ভবন নির্মান করে,সে কারনে বিদ্যালয়টি বড় রকমের ক্ষতির শিকার হলো। মার্কেট উচ্ছেদ করায় বিদ্যালয়ের প্রায় এক কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।
সড়ক ও সেতু মন্ত্রনালয়ের উপ-সচিব আব্দুল লতিফ খান বলেন, সড়ক ও জনপদের জায়গায় নির্মিত সকল স্থাপনা অবৈধ্য,তাই সড়ক ও জনপদ ওই অবৈধ্য স্থাপনা গুলো উচ্ছেদ করছে। তিনি বলেন, এই অভিযান ধারাবিহক ভাবে চলবে ও সকল অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করা হবে।