ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৫ অপরাহ্ন

শোক আর শ্রদ্ধার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 11:43 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাদাৎ বার্ষিকী ও ১৫ইং আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে নিরবতা পালন করা করা হয়।

সকাল ১০টায় ১৫ আগস্টের শহীদ স্মরণে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ১৪ দলের মুখপাত্র ও সমান্নয়ক আলহাজ্ব আমির হোসের  আমু ভার্চুয়ালি উপুস্থত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ফারহ্ গুল ‍নিঝুম ,পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বক্তাব্য রাখেন

এছাড়া আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজ সহ বিভিন্ন সহ প্রতিষ্ঠান শোকের নানা কর্মসূচির আয়োজন করে।

এদিকে রাজাপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস – ২০২৩ ঝালকাঠির রাজাপুরে পালিত হয়েছে।

উপজেলাকার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমল্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় দিনটি এরপর  উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত জাহান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যাড. এ এইচ এম খায়রুল আলম সরফরাজ প্রমুখ ।