ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় জাতীয় শোক দিবস পালিত!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:সারা দেশের ন্যায় রাজশাহীর বাঘায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগষ্ট (মঙ্গলবার) সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার স্থলে মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি।

এসময় বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম, আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।