ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৮:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শোক দিবসে যুব ঋণ বিতরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 15, 2023 - 12:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

ষ্টাফ রিপোর্টারঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ উপজেলা যুব উন্নয়নের পক্ষ থেকে প্রশিক্ষন প্রাপ্ত বেকার যুবকের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে সার্কিট হাউস সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,আফরোজা হক কলি,

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন,মৎস কর্মকর্তা ফারজানা হোসেন,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান,চর নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতন,খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাদলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মাঝে যুব ঝণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।

যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মেঃ রেজাউল হকের সার্বিক ব্যবস্থাপনায় যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের মাঝে এই যুব ঋণ বিতরণ করে উপজেলা প্রশাসন।