কেরানীগঞ্জে ডাকাতের হাতেকাপড় ব্যবসায়ী গৃহবধূ খুন
কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রহিমা বেগম নামে এক কাপড় ব্যবসায়ীগৃহবধূ ডাকাতের ডাকাতের হাতে খুন হয়েছে। শনিবার আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামের নিহত গৃহবধূ রহিমা বেগমের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে।
এসময় ওই মহিলা ডাকাতদের বাধা দিলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেধে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে পালিয়ে যায়। নিহতের ছেলে আলমগীর হোসেন জানান, তার মা গ্রকাপড় বিক্রি ব্যাবসা করতেন। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা ছাড়া কেউ ছিলো না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরন করেছে।