মির্জাপুরে ফিলিস্থিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ইসরাইল বাহিনীর নিরিহ ফিলিস্থিনি মুসলমানদের উপর বিমান হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লীরা।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মির্জাপুরের তৌহিদী জনতা। এরপর ধর্মপ্রাণ মুসল্লীরা ইসলামি স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সেখানে হাজারো মুসল্লীরা জরো হয়ে ইহুদি ইসরাইলের প্রতি ফিলিস্থিনি মুসলমানদের অবৈধ জায়গা দখল মুক্ত, আল আকসা মসজিদ রক্ষার্থে ও গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
সে সময় ফিলিস্থিনি মুসলমানদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদ মূলক বক্তব্য রাখেন, মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব ড. সালাহউদ্দিন আশরাফী ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাবর।
বক্তব্য শেষে ইসরাইলের যুদ্ধে ফিলিস্থিনির শহীদ হওয়া নারী ও শিশুর গণমানুষের প্রতি এবং আল আকসা মসজিদুল দখল মুক্ত করতে বিশেষ মুনাজাত করা হয়।