বিষখালী নদীতে মা ইলিশ শিকার ২ জনকে ১ বছর করে কারাদণ্ড
কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ এর আওতায় রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সার্বক্ষণিক অভিযানকালে বিষখালী
নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১৯ অক্টোবর ভোরে রাজাপুর উপজেলার বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে নিষেধাজ্ঞা সময়ে মা ইলিশ আহরন কালে মোঃ হেলাল আকন ও মোঃ হানিফ ফরাজী নামে ০২ জন জেলেকে আটক করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন।
আটককৃতরা হলেন মোঃ হেলাল আকন ও মোঃ হানিফ ফরাজী প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান, উপজেলা ইউডিএফ অফিসার মোঃ ইমরান আলীসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং এসআই আবুল কাসেমসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য।উল্লেখ্য চার হাজার মিটার জাল যাহার মুল্য প্রায় আশি হাজার টাকার জাল জব্দ করা হয়, জব্দকৃত জাল বাদুরতলা ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।