টায়ার জ্বালিয়ে লক্ষ্মীপুরে অবরোধ, ঝটিকা মিছিল
লক্ষ্মীপুর : দেশব্যাপী বিএনপি ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনে লক্ষ্মীপুরের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখছে সমর্থকরা। লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদরাসার সামনে, ভবানীগঞ্জ, ইটের পুল, মিয়া রাস্তার মাথার সামনে বিএনপি ও জামায়তের টায়ার জ্বালিয়ে বিক্ষেভ মিছিল করে।
লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদরাসার সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে মিছিল বের করে। ভবানীগঞ্জ চৌরাস্তায় সদর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, যুবদলের আজাদ ও সোহেলের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টার দিকে লক্ষ্মীপুর রামগতি সড়কের মিয়ারাস্তা মাথা ও দক্ষিণ কালি বাড়ি এলাকায় জামায়াতের একটি ঝটিকা মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়। বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী কাউকে সড়কে দেখা যায়নি।
এছাড়া শহরে আলীয়া মাদরাসা ও ইটের পোল এলাকায় সড়ক অবরোধ করে রাখে অবরোধ সমর্থকরা।
জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যন্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, বিভিন্ন পয়েন্টে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। যারাই সড়ক অবরোধ করে রাখবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। মানুষের জানমালের নিরাপত্তার জন্য সর্বত্রই পুলিশ মাঠে রয়েছে। জান্নাতুল ফেরদৌস নয়ন