ঢাকা | এপ্রিল ২২, ২০২৫ - ৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আলফাডাঙ্গা কুন্ডুপারা সর্বজনীন কালী মন্দিরে শ্রীশ্রী শ্যামা পূজা ও অষ্টকালীন লীলা কীর্তন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 15, 2023 - 3:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 143 বার

প্রদীপ কুমার সরকার,  আলফাডাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা সর্বজনীন কালীমন্দিরে গত রবিবারে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। পরদিন সোমবার শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করেন। মঙ্গলবার দিনও রাত ব্যাপি শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন শ্রী জগন্নাথ ঘোষ ( ভারত), শ্রী প্রেমানন্দ দাশ বৈরাগ্য (ভারত), শ্রীমতি নমিতা বিশ্বাস (ভারত), বুধবার শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সমাপ্তে পর কুঞ্জভঙ্গ, জলকেলি শান্তি আশীর্বাদের আয়োজন করে মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভু ভোগ আরাদনা, আরতি কীর্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। প্রতিবছর পরে শ্যামা পূজার পর উক্ত অনুষ্ঠান গুলো আয়োজন করে থাকেন। শ্রী শ্রী রাধা কৃষ্ণের পূজায় নিয়োজিত আছেন শ্রীপাদ সৌরভ কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উক্ত অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব রয়েছেন প্রকাশ কুন্ডু, পরিমল কুন্ডু, বিজন কুন্ডু, ত্রিনাথ পাল, সঞ্জয় কুন্ডু (পার্থ), অনুপ কুন্ডু, সুজিত পাল, কাজল কুন্ডু প্রমুখ।

Proudly Designed by: Softs Cloud