ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 14, 2023 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে চাঞ্চল্যকর সাগর মোড়ল (২৭) কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শেখ রুবেল, মো: রাহাত, কালা রাসেল, নাহিদ, বাবুল ইসলাম।।

আজ বিকেল ৩টায় র‍্যাব-১০ এর উপপরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমাবার গত রাত ৮ টার দিকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় সাগর মোড়ল (২৭) নামের এক সিসি টিভি ক্যামেরা ও থাই এন্ড এ্যালুমিনিয়াম

টেকনিশিয়ানকেন দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে নৃশংসহভাবে হত্যা করে। উক্ত ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সাগর হত্যাকান্ডে সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়।