ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের উদ্যোগে আদিবাসী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সুবিধা বঞ্চিত সাঁওতাল আদিবাসী শিশু কিশোরদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের পক্ষে ব্যবস্থপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত সহ তার পরিবারের সদস্যরা এসব শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার (২৫ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের খাজাপুর আদিবাসী পাড়ায় সুবিধা বঞ্চিত অর্ধশত শিশু কিশোরের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে শীতার্ত আদিবাসী শিশুরা। শীত বস্ত্রের সাথে শিশুদের জন্য উপহার ও দুপুরে খাবারের আয়োজন করা হয়।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থপনা পরিচালক (এমডি) আনন্দ কুমার গুপ্ত জানান, গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম করে থাকে। এরই ধারাবাহিকতায় অর্ধশত আদিবাসী শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
এসময় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী শিল্পী গুপ্তা, সহকারী অধ্যাপক অনিল চন্দ্র রায়, স্নেহা গুপ্তা, রিয়া গুপ্তা, গোপাল গুপ্ত প্রমুখ।