ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৪:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় জীবনের সঠিক ঠিকানা খুঁজতে কাজ করছে স্বপ্নসারথি দল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 25, 2023 - 3:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:“আমিতো হাঁটতেই পারি মাইলের পরে মাইল। রোদে কিংবা বৃষ্টিতে। জীবন উন্নয়নের পরিপূর্নতা টুকুর জন্য ছুটতে পারি ঝড়ের গতিতে ” এই কথা গুলো আজ বাস্তবতায় পরিলক্ষিত হচ্ছে কিশোরীর জীবন দক্ষতা উন্নয়ন সেশন পরিচালনা করার মাধ্যমে।

বাল্যবিয়ে – কিশোরীর কাঙ্খিত জীবন গঠন, মানবাধিকার সুরক্ষা ও কিশোরীর সুরক্ষিত জীবন গঠনের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করে থাকে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে রাজশাহীর বাঘা উপজেলায় ৮ টি দলে ২০০ জন ১৩-১৭ বছর বয়সী কিশোর নিয়ে গত (আগষ্ট -ডিসেম্বর-২৩) মাসে ৪০ টি জীবন দক্ষতা উন্নয়ন সেশন পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে কিশোরীর আত্মবিশ্বাস সৃষ্টিতে আমরা শক্তি আমরা বল পর্ব-১,২ কিশোরীর শিক্ষা জীবনের সঠিক গন্তব্যে পৌঁছতে – স্বপ্নকে ছুয়ে দেখি পর্ব ১,২ জীবনের কঠিন পরিস্থিতিতে সমস্যা সমাধান ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক নেতিবাচক দিক, ডিজিটাল প্রযুক্তিগত শিক্ষা নিয়ে “ক্রিটিক্যাল থিংকিং ও প্রযুক্তিতে এগিয়ে যায় স্বপ্নসারথি পর্ব১ নিয়ে জীবন দক্ষতা উন্নয়ন সেশন পরিচালনা করা হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় স্বপ্নসারথি দলের কিশোরীরা নিজেদের বাল্যবিয়ে মুক্ত ভবিষ্যত জীবন গঠনের ক্ষেত্রে খুবই আত্নবিশ্বাসী হয়ে উঠছে। নিজেরা নিজেদের বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি নিজ গ্রাম, পাড়া, সহপাঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে রোদে কিংবা বৃষ্টিতে, মাইলের পরে মাইল ছুটে চলেছে। বাঘার মহদীপুর স্বপসারথি দলের সোহানা, পাকুরিয়া স্বপ্নসারথি দলের বৈশাখী, বেলগাছী স্বপ্নসারথি দলের চাঁদনী খাতুন, বাজুবাঘা নতুন পারা স্বপ্নসারথি দলের ফারিয়া ইয়াসমিন, মনিগ্রাম স্বপ্নসারথি দলের আফসানা ইয়াসমিন, সুইটি, ভানুকর স্বপ্নসারথি দলের জিম বাজিতপুর স্বপ্নসারথি দলের মালিহা, কলিগ্রাম স্বপ্নসারথি দলের সাদিয়া নিজ নিজ এলাকায় অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছেন।

উল্লেখ্য, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা( সেলপ) কর্মসূচি বাল্যবিয়ে মুক্ত কিশোরী জীবন, পরিবার, সমাজ ও দেশ গঠনের জন্য এসডিজি লক্ষ্য অর্জনের মাধ্যমে পারিবারিক সহিংসতা মুক্ত এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল্পে একটি সুস্থ জাতি, সুখী ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কার্যক্রম পাইলটিং ভিত্তিক বাস্তবায়ন করছেন। আসুন আমরা এক সাথে ঘোষণা করি” মেয়ে আমার অহংকার
১৮’র আগে বিয়ে নয়,
এই আমার অঙ্গীকার।