ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ১২:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 15, 2025 - 3:51 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 2 বার

পি কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমিক সুপার ভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব বুদ্দীন সরকার, দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বি এম টি কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী।

জানা গেছে, এ বছর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদ সভার সিদ্ধান্ত মোতাবেক ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হবে। উল্লিখিত সময়সূচি অনুযায়ী প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায় পর্যন্ত (শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা/থানা, জেলা, উপ-অঞ্চল, অঞ্চল ও জাতীয়) অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরিতে ২৬ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। উপজেলা-থানা পর্যায়ে ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। উপ-অঞ্চল পর্যায়ে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ১৫ ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাত উপলক্ষ্যে খেলা বা বন্ধ থাকবে বলে বলা হয়েছে। অঞ্চল পর্যায়ে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় পর্যায়ে ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলো হল- বালকদের তিন গ্রুপে সর্বোচ্চ ১৪টি পর্যন্ত খেলা রয়েছে। বালিকাদের দুই গ্রুপে সর্বোচ্চ ১১টি পর্যন্ত খেলা রয়েছে।
সভায় মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা সুন্দরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ সময় উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রিড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।