ঢাকা | জানুয়ারী ১৭, ২০২৫ - ১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজয় মাসে চট্টগ্রামে   দূর্মর বাংলাদেশ ‘র  ৭ম শীতবস্ত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 26, 2023 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার
 চট্টগ্রাম: বাঙালির গৌরব ও অহংকার মহান বিজয় দিবস। বিজয় ও পরাধীনতার শৃংখল হতে বাঙালির  মুক্তির ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে, চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর উদ্যোগে ৭ম বারের মতো  “আলোচনা সভা ও  শীতবস্ত্র বিতরণ-২৩ইং ” অনুষ্ঠান গত ২৫ ডিসেম্বর ২৩ইং রোজ সোমবার , নগরীর বায়েজিদ শেরশাহ ডা: মজহারুল হক হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আওয়াল খান শাহীন এর সঞ্চালনায়  “দূর্মর বাংলাদেশ”
এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, এস  এম আনিসুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজ এর প্রেসিডেন্ট লায়ন সৈয়দ  মুহাম্মদ মোরশেদ হোসাইন ,  প্রধান আলোচক ,  মোহনা টিভির চট্রগ্রাম ব্যুরো চীফ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব   আলী আহমেদ শাহীন , উদ্বোধক কক্সবাজার রয়েল বীচ রিসোর্ট চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রচার ও প্রকশনা সম্পাদক সাংবাদিক  রোজী চৌধুরী আয়কর আইনজীবি নজরুল ইসলাম , মাও: জাফর আলম, নয়ন শাহ, মাও:আলমগীর রেজা কাদ্বেরী, ইসমত আরা বেগম, শুক্লা পাল ।
বক্ততারা মহান বিজয় দিবসের স্মৃতি চারণ করে বাঙালির গৌরবজ্জ্বল  দিনগুলো ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। দেশ ও মাতৃভূমির প্রতি ভক্তি, শ্রদ্ধা, ও দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে   কাজ করার জন্য সকলের কাছে আহ্বান করেন পাশাপাশি সমাজের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন।  সকল ধরনের নিপীড়ন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্য কাজ করার জন্য যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করেন ।
পরিশেষে  মোনাজাতের পর শতাধিক সুবিধা বঞ্চিত, দরিদ্র,অসহায়, পথশিশু ও শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 উক্ত অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন,শওকত আলী, হা: আব্দুস ছাওার, আসাদুজ্জামান সাকিব, বারেক,  আবু রায়হান, মাহফুজুল ইসলাম ফাহাদ, আরমান,জুয়েল, রুহুল আমিন, জাকির,আশরাফুল প্রমুখ।