ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রজেক্ট বানিয়ে চমক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 31, 2024 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদকঃজলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তির যথার্থ ব্যবহারের প্রজেক্ট বানিয়ে চমক দেখিয়েছেন উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত সপ্তাহ ও ৪৫তম বিজ্ঞান মেলায় প্রজেক্টটি উপস্থাপন করা হয়।

কিভাবে ড্রেন ব্যবস্থার মাধ্যমে বর্জ্য অপসারিত হবে, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি, ওয়াইন্ড মেইল এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, বায়ু দূষণ রোধে পর্যাপ্ত পানি ছিটানোর ব্যবস্থা, সৌর বিদ্যুৎ চালিত নৌকার সাহায্যে যাত্রী পরিবহণ ও বর্জ্য নিষ্কাশন ও নদী রক্ষা, বাসাবাড়ির ছাদে এবং রাস্তার ধারে বেশি বেশি গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন কালচারাল পার্ক স্থাপন, বায়ু দূষণ রোধে ডিজেল এর পরিবর্তে ইথানল ব্যবহার, কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়া নির্মূল ব্যবস্থা, পরিকল্পিত রাস্তা ও ব্লিডিং তৈরি, স্টার্চ থেকে ইথানল প্রস্তুতকরণ ও কার্বন ডাই অক্সাইড থেকে মিথেন প্রস্ততকরণসহ বিভিন্ন বিষয় একটি প্রজেক্টের সাহায্যে উপস্থাপন করেন শিক্ষার্থীরা। বিজ্ঞান মেলায় এই প্রজেক্টটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এরকম নানা চমকপ্রদ প্রজেক্ট উপস্থাপন করেছে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা

সকালে মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ।

মেলায় ২২টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন, বিজ্ঞান অলম্পিয়ার্ড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অলম্পিয়ার্ডে রাঙ্গুনিয়ার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। পরে অতিথিরা প্রতিটি স্টল পরিদর্শন করেন।