বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ইন্তেকাল
কেরানীগঞ্জ প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জের সোনাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৭ ফেব্রুয়ারী) ভোর ৫ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশন (ভূমি) সালাউদ্দিন আইয়ুবীর উপস্থিতিতে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সদস্যরা সকাল ১১ টায় গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কেরানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সোনাকান্দা মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মৃত্যুকালে স্ত্রী দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।